top of page
Search

Review of a Amazing Exhibition "Eeye Nobody"


ree

আমরা রোজ উপেক্ষা করে চলি কতশত বিষয়

নিত্যদিনের প্রয়োজনই হটাৎ

একদিন নিজের আপেক্ষিকতা হারিয়ে

উপেক্ষার ডাকনাম তৈরী করে

“ইয়ে”

এই ধারণার উপর ভর করেই অয়ন মুখার্জী ও প্রদীপ পাত্র- এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অভিনব প্রয়াস "ইয়ে" প্রদর্শনীটি ।

এ.ম.আর্ট মাল্টি ডিসিপ্লিনের এর কর্ণধার অয়ন মুখার্জীর তত্ত্বাবধানে এ.ম স্টুডিও তে গত ২২শে ফেব্রুয়ারী থেকে ১২ ই মার্চ,২২ অবধি শিল্পী প্রদীপ পাত্রের এই অপূর্ব চিন্তা ভাবনা ও শিল্পের বহিঃপ্রকাশের মিলিত রূপের প্রকাশ ঘটে "ইয়ে" প্রদর্শনীতে ।

আমরা রোজ সমাজের নিচুতলার মানুষের কাঁধে ভর দি

ree

য়ে সমাজের উঁচুতলার মানুষেরা স্বপ্নের সেতু বাঁধছি. বিলাসিতা ভরা ব্যাগ ,সাথে বিলাসবহুল মানুষটা টাকা ২ , ৫ এর জন্য ঝগড়া করে জরাজীর্ণ রিক্সাওয়ালাটার সাথে। রোববারটাতেও কাজের মাসিটার ছুটি নেই এমনকি ছুটি চাওয়ার অধিকারটাও নেই যে। ধোপদুরস্ত জামাকাপড়ে ঢাকা কর্পোরেট দাদাটা র একদিন বাড়তি ছুটির টাকা কাটেন দশতলা অফিস এর মালিকটাও। অর্থাৎ ছোট থেকে বড় সমাজের প্রতিটা স্তরের প্রতিটা পিলারের ঠিক কতটা গুরুত্ব দেন তার উর্ধস্তন মানুষেরা ?

তবু যেন মানুষ এতটুকু বাহবা পাওয়ার আশায় উর্ধস্তন কে হাসিমুখে বহন করে চলে। আর সেখানে দাঁড়িয়েই প্রতিটা মানুষের দুটো সত্তা হয়ে দাঁড়ায়, শুরু হয় পরিচয়ের টানাপোড়েন - মানুষ গুলো আসলে কে সেই পিলার গুলো নাকি আবার তারা অন্যকে সেই পিলার বানিয়ে তার উপর বিরাজমান ছাদ?

এই বক্তব্য অপূর্ব ভাবে ফুটিয়ে তুলেছেন প্রদীপ দা ।এ.ম এর দরজা ঠেলে ঢুকলেই সারে সারে দাঁড়িয়ে পিলাররা। তাদের শরীরে না জানি কত ক্ষত ,ক্ষত ভরা পিলারের নিচে ২টো করে পরিশ্রমী পা। গ্যালারি এর ঘর জুড়ে লাগানো অ্যালুমিনিয়াম শিট। সেখানে ঢুকলে আপনিও কাজের অঙ্গ হয়ে উঠবেন প্রতিচ্ছবির দ্বারা। পিলারের ভিড়ে হারিয়ে আলো র প্রতিচ্ছবির খেলায় আপনি যেন নিজেও প্রশ্নের সম্মুখীন হবেন। আমরা কি বা আসলে ? শিল্পীর দেখানো আদতের সেই মূল্যহীন পিলারগুলোই কি ?


আমরা এই গ্যালারি এর পক্ষ থেকে এই অসাধারণ প্রদর্শনী দেখার অপূর্ব অনুভূতি সকলের সাথে ভাগ করে নিলাম। জানিনা ঠিক কতটা অনুভব পাঠকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলাম কারণ দৃশ্যসুখ ই এই প্রদর্শনী উপলব্ধি করার জন্য একান্ত প্রয়োজনীয়।



A new kind of exhibition "Nobody" was organized at the AM Art Multi Discipline in Kolkata from 22nd February to 12th March,2022 in a joint effort of Curator Ayon Mukherjee and Artist Pradeep Patra.

The artist depicts the daily misery of the lower class of the society and the neglect of the upper class towards it.Strangely arranged in this small gallery, this story fascinates people. Concrete pillars across the gallery, these seem to be reflections of working people.Pictures of human misery are coming out of the pillars, hard working feet under them.Are they proving their existence in the society or are they questioning the people at the top?

It is these hardworking people who hold the society like a pillar.But they think of themselves as superior people who neglect them,The question is, aren't they also playing a pivotal role in their lives?This extraordinary truth is illustrated by the artist Pradeep Patra in the form of art.


Now I am trying to give an idea of the external appearance of the exhibition.You have to push the door of AM through the bamboo structure and enter the main part of the exhibition.Inside the gallery is a magical world wrapped in aluminum sheets.There are a number of pillars standing at half past one, two legs are present below.Self-distorted image reflected on aluminum sheet with light & shade.All in all, another world is being created. we were overwhelmed to see this exhibition from the documentation section of Art Artist Adda Online Gallery.




News Collecting ,Photography & Written By : Soela Bose














 
 
 

Comments


For Query And Review

 

  • Instagram
  • Facebook
  • YouTube
© All rights reserved by Art Artist Adda for the work posted in this website. The reproduction, publication, modification, transmission or exploitation of any work contained herein for any use, personal or commercial, without my prior written permission is strictly prohibited. 
bottom of page